আপনি এখন যে
ক্লাসেই পড়েন না কেন আপনি প্লে নার্সারি থেকে শুরু করে উচ্চতর পর্যন্ত সব ক্লাসের
ইংরেজি বই সংগ্রহ করে পড়েন। ইংলিশ গ্রামার বইগুলো পড়ে বেশকিছু রুল শিখে নেন।
বাংলা
ডিকশনারী এবং ইংলিশ ডিকশনারী দুটো ভালোভাবে পড়েন। নিজে নিজেই ছোট ছোট ইংরেজি বাক্য
বলেন। এ সবগুলো করতে পারলে আপনি আইইএলটিএস এর জন্য ৮০% প্রস্তুতি নিতে পারবেন ।
শেষ
দিকে ব্রিটিশ কাউন্সিল থেকে বেশ কিছু বই আছে সংগ্রহ করে পড়তে পারেন Cambridge 1 to
7 এগুলো পড়লেই আপনিই ব্রিটিশ কাউন্সিল পরীক্ষায় 7.00 পয়েন্ট পাওয়ার যোগ্য প্রার্থী
হিসেবে নিজেকে তৈরি করেছেন বলে আপনার মনে হবে।
একটি মন্তব্য পোস্ট করুন